সোনা ছিনতাই: এএসআই শাহজাহানসহ দুই জন রিমান্ডে

আদালতসোনা ছিনতাইয়ের অভিযোগে শাহবাগ থানার এএসআই শাহজাহান কবিরসহ দুই জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড প্রাপ্ত অপর আসামি হলেন আলীমুদ্দিন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন এ তথ্য জানান।     

নিজাম উদ্দিন বলেন, ‘বুধবার মামলার তদন্তকারী শাহবাগ থানার পরিদর্শক মাহবুবুর রহমান উভয় আসামিকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেফতারের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়।’

অভিযোগ থেকে জানা গেছে, মামলার বাদী রাজি বুলিয়ন স্টোরের ম্যানেজার। তার দুই কর্মচারী ১৪ সেপ্টেম্বর রাতে তাঁতী বাজার থেকে  বাসে করে নিউমার্কেট যাচ্ছিলেন। পথে নিউমার্কেটের সামনে পৌঁছামাত্র আসামিরা বাসটি থামিয়ে দেয়। এরপর বাসে উঠে বাদীর কর্মচারীকে অবৈধ জিনিস আছে বলে বাস থেকে নামায়। এরপর আসামিরা বাস থেকে এ দুই কর্মচারীকে নামিয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের টয়েলেটের ভেতরে নেয়। তাদের কাছে থাকা চার পিস সোনার বার নিয়ে যায়। তারা বাদীর কর্মচারীদের মারধরও করে।