লোকমান হোসেন ভূঁইয়া তৃতীয় দফা রিমান্ডে

লোকমান হোসেন ভূঁইয়া (ফাইল ছবি)মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তেজগাঁও থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, আসামির দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে  হাজির করে আবারও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) কামরুল ইসলাম। আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান রিমান্ডের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ২৭ ও ৩০ সেপ্টেম্বর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর মণিপুরীপাড়ার বাসা থেকে লোকমানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। এ সময় তার বাসা থেকে ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-২ কার্যালয়ে নেওয়া হয়। এরপর তাকে তেজগাঁও থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।