ডিআইজি প্রিজন বজলুর রশিদ কারাগারে

 

ডিআইজি প্রিজন বজলুর রশিদকারা অধিদফতরের হেডকোয়ার্টারের ডিআইজি প্রিজন বজলুর রশিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অবৈধ তিন কোটি আট লাখ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এই আদেশ দেওয়া হয়। রবিবার (২০ অক্টোবর) ঢাকার ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আল মামুন শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, এর আগে রবিবার বিকাল ৫ টা ৪০ মিনিটে বজলুর রশিদকে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাসির উদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দিয়েছেন।

আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, আসামি পক্ষের আইনজীবী মাসুদ এ চৌধুরী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে রবিবার দুপুরে সেগুন বাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুদক। ওই ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এ ২৭(১) ধারায় দুদকের উপপরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।