এসপি হারুনের দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে রিট

এসপি হারুন অর রশীদনারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া আলোচিত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদের দুর্নীতির অভিযোগ ও ক্ষমতার অপব্যবহারের ঘটনাগুলো তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট মামলাটির শুনানি স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সালেহ উদ্দিন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

রিটে আলোচিত এ পুলিশ সুপারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও ক্ষমতার অপব্যবহারের তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এসপি হারুনের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়।



আরও পড়ুন...

এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার