ধানমন্ডির জোড়া খুন: তিন জন কারাগারে

আদালতরাজধানীর ধানমন্ডির জোড়া খুনের মামলায় বাড়ির ম্যানেজার গাউসুল আজম প্রিন্সসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়া এ আদেশ দেন।

অপর দুই আসামি হলো- ইলেক্ট্রিশিয়ান বেলায়েত হোসেন ও গৃহকর্মী মো.বাচ্চু।

সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক আশরাফ আলী বাংলা ট্রিবিউনকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক রবিউল আলম আসামিদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন। এর আগে ৫ নভেম্বর পাঁচ দিন ও ১১ নভেম্বর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ১ নভেম্বর বিকাল ৪টার দিকে ধানমন্ডির ২৮ নম্বর রোডের একটি বাড়ির ফ্ল্যাট থেকে গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) ও তার এক গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগি পরিবার পরে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।