স্বাস্থ্য অধিদফতরের ১২ কর্মকর্তা-কর্মচারীকে দুদকে তলব

দুদকস্বাস্থ্য অধিদফতর ও বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের ১২ কর্মকর্তা-কর্মচারীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৭ নভেম্বর) তাদের তলব করা হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগ।

আগামী ২৪-২৬ নভেম্বরের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তারা হলেন,  ফরিদপুর মেডিক্যাল কলেজের ডা. আবুল কালাম আজাদ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজের সচিব সাইফুল ইসলাম, কুষ্টিয়া হাসপাতালের স্টোর কিপার সাফায়েত হোসেন ফয়েজ, স্বাস্থ্য অধিদফতরের গাড়ি চালক শাহজাহান, রাজশাহী সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক আনোয়ার হোসেন, শহীদ সোহরাওয়াদী মেডিক্যাল  কলেজের সিনিয়র স্টোর কর্মকর্তা রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের হিসাব রক্ষক আবদুল মজিদ, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব সহকারী সুব্রত কুমার দাস, খুলনা মেডিক্যাল কলেজের হিসাব রক্ষক মাফতুন আহমেদ রেজা, স্বাস্থ্য অধিদফতরের অফিস সহকারী তোফায়েল আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মুজিবুল হক মুন্সী ও অফিস সহকারী কামরুল ইসলাম।