আট কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা





জরিমানাপরিবেশ দূষণের দায়ে ঢাকা, ময়মনসিংহ, শেরপুর ও গাজীপুরের ৮টি কারখানাকে ৪ লাখ ৬১ হাজার ৯১০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (২১ নভেম্বর) অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী এ জরিমানা করেন। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন এ তথ্য জানান।

এর আগে সকালে কারখানাগুলোকে শুনানির জন্য অধিদফতরে ডাকা হয়। শুনানি শেষে ময়মনসিংহের নাফকো ফার্মা লিমিটেডকে ২ লাখ ১৪ হাজার ৮০টাকা, বাশার স্পিনিং মিলস লিমিটেডকে ৩৮ হাজার ২৭৫ টাকা; শেরপুরের কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা; গাজীপুরের আইরিশ ফেব্রিকস লিমিটেডকে ৪৬ হাজার ৪৫০ টাকা, কলোসাস অ্যাপারেল লিমিটেডকে (ইউনিট-২) ২৯ হাজার টাকা, এম এম নিটওয়্যার লিমিটেডকে ৩৩ হাজার ৪৪৫ টাকা; ঢাকার বেক ফেব্রিকস প্রাইভেট লিমিটেডকে (লুসাকা গ্রুপ) ৫০ হাজার টাকা ও আমান স্পিনিং লিমিটেডকে ৩০ হাজার ৬৬০ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়।