পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

পেট্রোবাংলা ভবন, ফাইল ছবিরাজধানীর কাওরান বাজারে পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসে ৭টি ইউনিটআধা ঘণ্টা চেষ্টা চালিয়ে শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার  এরশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সকাল ৯টা ২৬ মিনিটে পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় আগুনের ঘটনা ঘটে। আমাদের ৭টি ইউনিট চেষ্টা চলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি ঢাকা) দেবাশীষ বর্ধন বাংলা ট্রিবিউনকে বলেন, পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় সিলেট গ্যাস ফিল্ডের লিয়াজোঁ অফিসে আগুন লেগেছিল। ওই ফ্লোরের এসি ও চেয়ার আগুনে পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পেট্রোবাংলার জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন,  ছুটির দিন হওয়াতে অফিসে কোনও লোকজন ছিল না। আগুনের খবর পেয়ে তারা অফিসে এসেছেন।