কেরানীগঞ্জের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৯

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনকেরানীগঞ্জের চুনকুটিয়ার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক কারখানায়’ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সুমন হাওলাদার ও দুর্জয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, সুমন হাওলাদারের বাড়ি বরিশালের বন্দর থানায়। তিনি ৩ ভাই ৩ বোনের মধ্যে ছোট। চিকিৎসধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।

এদিকে আশঙ্কাজনক জেনেও দুর্জয় সাহাকে (১৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে এক রাত রেখে বাসায় নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্জয় মারা গেছেন বলে জানিয়েছেন তার বাবা মিন্টু দাস।

প্রসঙ্গত, ১১ ডিসেম্বর সন্ধ্যার দিকে কেরানীগঞ্জের ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক কারখানায়’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।