এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয় (ছবি: সাজ্জাদ হোসেন)প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৮ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার এজাহারে বলা হয়, প্রশান্ত কুমার এনআরবি গ্লোবাল ব্যাংকের পাশাপাশি রিলায়েন্স ফিন্যান্স লিমিটেডেরও সাবেক এমডি। তার স্থায়ী ঠিকানা পিরোজপুরের নজিরপুর এলাকার দিঘিরজান গ্রামে। আর বর্তমান ঠিকানা ধানমন্ডির ১ নম্বর রোডের ৫/১ নম্বর বাসা।