‘ধর্ষণের শিকার শিক্ষার্থী আগের চেয়ে ভালো আছেন’

ঢাকা বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থী ধর্ষণকুর্মিটোলা বাস স্টপেজের কাছে ফুটপাতের ঝোপে ধর্ষণের শিকার শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।  তিনি বলেন, ‘ধর্ষণের শিকার শিক্ষার্থী আগের চেয়ে অনেক ভালো আছেন। তিনি মানসিকভাবেও আরও শক্ত হয়েছেন।’ বুধবার (৮ জানুয়ারি) বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘ধর্ষণের শিকার শিক্ষার্থীর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড তাকে দেখেছে। আগামীকাল বোর্ড সিদ্ধান্ত নেবে—এই শিক্ষার্থীকে রিলিজ করা হবে কিনা। তিনি নিজেও এখানে আর থাকতে চাইছেন না।’

সকালে র‍্যাবের সদস্যরা ঢামেক হাসপাতালে এসেছিলেন জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘তারা আমার সঙ্গে কথা বলেছেন।’

উল্লেখ্য, রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে ওই শিক্ষার্থী তার বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাস স্টপেজে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সোমবার (৬ জানুয়ারি) সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।