আধুনিক মর্গের জন্য সুনির্দিষ্ট আইন নয় কেন: হাইকোর্ট

সুপ্রিম কোর্টদেশের সব হাসপাতালে পর্যাপ্ত সুবিধা সংবলিত আধুনিক মর্গ ও করোনার ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার জন্য কেন সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সোমবার (২০ জানুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানির শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ সাংবাদিকদের বলেন, ‘ফরেনসিক বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকেই বলে আসছেন, অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতির ঘাটতিতে রয়েছে দেশের হাসপাতলগুলোর মর্গ। এ জন্য একটু বড়, আধুনিক, প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলযুক্ত মর্গ জরুরি।’ 

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ নভেম্বর থেকে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে মর্গের ময়নাতদন্ত নিয়ে আট পর্বের  প্রতিবেদন প্রচারিত হয়।

ওই প্রতিবেদনে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতালের বেহাল মর্গ ও অপর্যাপ্ত যন্ত্রপাতির চিত্র উঠে আসে। একইসঙ্গে প্রতিবেদনে প্রকাশিত হয় ময়নাতদন্তের প্রতিবেদনের দীর্ঘসূত্রিতার বিষয়টিও। এছাড়া, নারী ডোম সংকটের চিত্রও প্রকাশিত হয় প্রতিবেদনে।

পরে প্রতিবেদনগুলো সংযুক্ত করে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ ও ব্যারিস্টার মো. শফিকুল ইসলাম হাইকোর্টে রিট দায়ের করেন।