এমআইটির সহায়তায় উদ্যোক্তা প্রোগ্রাম করবে ঢাবি

ঢাবিযুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সহায়তায় উদ্যোক্তা উন্নয়নের প্রোগ্রাম হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনোভেটিভ, ক্রিয়েটিভিটি ও অন্ট্রাপ্রেনিওরশিপ (আইস) সেন্টার। 

এই প্রোগ্রামের অধীনে ৪১ জন উদ্যোক্তাকে ১০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে ব্যবসায়ের বিভিন্ন উপাদান সম্পর্কে। যেমন ক্রেতা কারা, কীভাবে ক্রেতাদের সহজে সেবা বা পণ্য দেওয়া সম্ভব,কীভাবে পণ্যের ডিজাইন তৈরি করতে হয়। ক্লাস রুম আলোচনা, বুট ক্যাম্প এবং ফিল্ড ভিজিট থাকবে এই প্রোগ্রামে। গোটা প্রোগ্রামে এমআইটির কারিকুলাম ব্যবহার করা হবে।

এ বিষয়ে আইস সেন্টারের নির্বাহী পরিচালক মোহাম্মাদ রাশেদুর রহমান বলেন, ‘আমি এমআইটিতে অন্ট্রাপ্রেনিওরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং তাদের কারিকুলাম বাংলাদেশে ব্যবহার করার অনুমতি চাইলে সেটি পাই।’

কেন এই প্রোগ্রামের ব্যবস্থা করা হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মানব সম্পদে পিছিয়ে আছি। বাংলাদেশের উন্নতি করতে হলে আমাদেরকে নতুন নতুন উদ্ভাবনী বিষয় নিয়ে কাজ করতে এবং উদ্যোক্তা তৈরি করতে হবে।’

কারা অংশগ্রহণ করতে পারবে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাবেক ছাত্র, শিক্ষক ও কোনও টিম অংশগ্রহণ করলে ওই টিমের একজন সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে হবে।’ 

তিনি আরও বলেন, এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন পলিসি সহায়তা ও প্ল্যাটফর্ম এবং এটি নিয়েও এই সেন্টার কাজ করছে। আমরা এর মধ্যে ছাত্রদের জন্য ‘নবচারি’ নামে একটি প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে। 

রাশেদ বলেন, 'এবছরটি হচ্ছে মুজিববর্ষ। সেটিকে মাথায় রেখে আমরা ১০০ ঘণ্টার প্রোগ্রামের আয়োজন করছি। ২০৪১ সালের কথা চিন্তা করে আমরা  ৪১ জন অংশগ্রহণকারীর জন্য এই প্রোগ্রাম করছি।’