আইনজীবীর ছেলে ও শ্যালককে অপহরণের ঘটনায় আট জন রিমান্ডে

আদালতরাজধানীর মোহাম্মদপুর থেকে আইনজীবী ফখরুল ইসলামের ছেলে ও তার শ্যালককে অপহরণের ঘটনায় গ্রেফতার আট জনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন।

আদালতের জিআর শাখার পুলিশ কনস্টেবল জিহাদুল ইসলাম জানান, তার আগে মামলার তদন্তকারী (মতিঝিল থানা) সাত দিনের রিমান্ডের আবেদন করে তাদেরকে আদালতে হাজির করেন।

আসামিরা হলো- মশিউর রহমান পাপ্পু (৩৪), ইমতিয়াজ আহমেদ (৩০), মাহমুদুর রহমান রাসেল (৩২), তুষার (৩৪), আরিফুল ইসলাম নিশান (৩০), শফিকুল ইসলাম (২৮), ফখর উদ্দিন (২৪) ও নোমান (২৫)।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ডেমরা ও ফকিরাপুল এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে অপহৃত এ-লেভেল পড়ুয়া তানজিম আল ইসলাম দিবস (১৭) ও ঢাকা কলেজের ছাত্র খালিদ হাসান ধ্রুবকে (১৯) উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, পুলিশের পোশাক, নেশা জাতীয় ইনজেকশন, একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদ এলাকা থেকে দিবস ও ধ্রুবকে অপহরণ করা হয়। অপহরণকারীরা দিবসের পরিবারের সদস্যদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আইনজীবী ফখরুল ইসলাম কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।