সিটি নির্বাচনের প্রচারে গুলির ঘটনায় সাবেক ছাত্রদল নেতা আরিফ রিমান্ডে

আদালতঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনের প্রচারে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। 

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ মিয়া এ তথ্য জানান।

২৯ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ গুলি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বলেন, ‘২৬ জানুয়ারি গোপীবাগ এলাকায় নির্বাচনি প্রচারকালে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগও ছায়া তদন্ত শুরু করে।’

তিনি জানান, তদন্তে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। আরিফের মুখমণ্ডল, পরিহিত জামা-কাপড়, জুতা, হেলমেট ইত্যাদি পর্যবেক্ষণসহ গুলি করার কিছুক্ষণ আগে ধারণ করা স্থিরচিত্রের সঙ্গে হেলমেটবিহীন ছবিতে মিল পাওয়ায় আরিফকে গ্রেফতার করা হয়।