সোনার বারসহ গ্রেফতার বিমানকর্মী দুই দিনের রিমান্ডে

আটকের পর বিমানের পরিচ্ছন্নতাকর্মী নাম জনাথন মুক্তি বরিকদারহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৭ শত ১২ গ্রাম সোনার বারসহ গ্রেফতার বিমানের পরিচ্ছন্নতাকর্মী জনাথন মুক্তি বরিকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে,  দুপুরে  আসামি জনাথন মুক্তিকে  আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন  মামলার তদন্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল  ৯ টা ২০ মিনিটের সময় ৩২টি সোনার বারসহ জনাথন মুক্তি বরিকদারকে গ্রেফতার করে বিমানবন্দর আর্মড পুলিশ।

এই প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৭ টা ৫৫ মিনিটে দুবাই থেকে ঢাকায় আসে এমিরেটসের একটি ফ্লাইট। বিমানবন্দরের ৭ নং বোর্ড-ইন ব্রিজে এয়ারক্রাফট থেকে যাত্রী নামানোর সময় জনাথন মুক্তি বরিকদার ওই বিমানে ওঠে। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে নেমে আসার সময় এয়ারক্রাফট নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা তল্লাশি করতে চাইলে জনাথন বাধা দেয়। এরপর বিমানবন্দর আর্মড পুলিশের ‌অফিসে এনে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার দুই জুতার শুকতলা থেকে ১৬ পিস করে ৩২ পিস সোনার বার পাওয়া যায়। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।