সাবেক এমপি আউয়ালের জামিন আপিলে বহাল

হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম কে এ আউয়াল (সাইদুর রহমান) ও তার স্ত্রী লায়লা পারভীনকে হাইকোর্টের দেওয়া ৮ সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা দুদকের আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর আউয়ালের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আওসাফুর রহমান।
এর আগে ৭ জানুয়ারি হাইকোর্ট আউয়াল দম্পতির আগাম জামিন মঞ্জুর করেন। গত বছরের ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক আলী আকবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় বরিশালে তিনটি মামলা করেন। এর একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, জেলার নাজিরপুর থানার সামনে ও উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের ১৩ শতাংশ সরকারি খাস জমি দখলে নেন আউয়াল। সেখানে দুই তলা পাকা ভবন নির্মাণ করে পল্লী বিদ্যুৎ সমিতিকে অফিস হিসেবে ভাড়া দেন। এতে চুক্তি করেন এমপির স্ত্রী লায়লা পারভীন। বিষয়টি তদন্তে বেরিয়ে আসার পর এই দম্পতির নামে মামলা হয়।