এশিয়ান এজের শোয়েব চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ


এশিয়ার-এইজইংরেজি দৈনিক পত্রিকা ‘এশিয়ান এজ’-এর সম্পাদনা পর্ষদের চেয়ারম্যান শোয়েব চৌধুরীসহ ছয় জনের বিরুদ্ধে মানহানির মামলাটি রক্ষণীয়তার অভাবে খারিজ করে দিয়েছেন আদালত। ২০১৯ সালের ১৭ নভেম্বর ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতের বিচারক ফেরদাউস ওয়াহিদ মামলাটি খারিজের এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত-সূত্র বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছে।

 

শোয়েব চৌধুরী ছাড়া মামলায় অন্য আসামিরা হলেন—পত্রিকাটির এডিটর ইন চিফ ড. জেসমিন চৌধুরী, এডিটর ইনচার্জ সৈয়দ বদরুল হাসান, এডিটর এট লার্জ অভিরুক সেন, পত্রিকাটির প্রকাশক মো. আল আমিন চৌধুরী ও প্রতিবেদক পিআর বিশ্বাস।

এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর একই আদালতে মামলার আবেদন করেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এরপর বিচারক মামলাটি গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন। সেই দিনই মামলাটি গ্রহণযোগ্যতার অভাবে খারিজ করে দেন আদালত।

এশিয়ান এজ পত্রিকার সম্পাদনা পর্ষদ চেয়ারম্যান শোয়েব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই মামলার বিষয়ে আমরা জানতাম না। শুনানির সময় আমরা উপস্থিত হওয়ার জন্য কোনও সমন পাইনি। তবে, চিঠি পেয়ে মামলাটির বিষয়ে জেনেছি।’

উল্লেখ্য, পত্রিকাটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সংক্ষুব্ধ হয়ে তিনি মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, দ্য এশিয়ান এজ পত্রিকায় ২০১৯ সালের ২৪ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদন প্রকাশের পর দেশ-বিদেশে নজরুল ইসলাম মজুমদারের মানহানি হয়েছে বলেও বাদী অভিযোগ করেন।