র‌্যাব পরিচয়ধারী দুই প্রতারক আটক

 

চাঁপাইনবাবগঞ্জে মোবারকপুর ইউপি চেয়ারম্যান জেল হাজতে

র‌্যাব পরিচয় দিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. কাইমুজ্জামান খান।

আটককৃতরা হলো মাদারীপুরের আল আমিন (২২) ও কেরানীগঞ্জের রুমান মিয়া (২০)।  তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি, ১টি খেলনা পিস্তল, ১টি র‌্যাবের জ্যাকেট, ১ জোড়া হ্যান্ডকাপ, ২টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

কাইমুজ্জামান খান বলেন, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনককুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই ২ জনকে আটক করা হয়। তারা ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে র‌্যাব পরিচয় দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলে। এছাড়াও তারা অপহরণ করে ভিকটিমদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করতো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।