তিন দিনের রিমান্ডে শাকিল

আদালতে শাকিলশীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল ইসলাম শাকিল ওরফে শাকিল মাজহারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এ আদেশ দেন। এদিন দুপুরে শাকিলকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ। এরপর অস্ত্র আইনের মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মোর্শেদ আলম। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শওকত আহমেদ এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। ওই ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পুলিশ পরিদর্শক আব্দুল হামিদ খান বাদী হয়ে মামলা করেন।