দুর্গম পাহাড়ে নিউমোনিয়ায় আক্রান্ত ৫ শিশুকে উদ্ধার করলো সেনাবাহিনী

received_1068608036853400রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকা সাজেকের শেয়ালদাহ থেকে নিউমোনিয়ায় আক্রান্ত পাঁচ শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (২৫ মার্চ) বিকালে গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুদের বিমানবাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের মেজর মহিউদ্দিন জানান, গত দুই মাসে ওই এলাকায় নিউমোনিয়া ও হামে আক্রান্ত হয়ে আট শিশুর মৃত্যুর পর সেনাবাহিনীর একটি চিকিৎসক দল মঙ্গলবার (২৪ মার্চ) ঘটনাস্থলে যায়। চিকিৎসকদের সঙ্গে চার জন বেসামরিক চিকিৎসক রয়েছেন। শেয়ালদাহ এলাকায় গিয়ে গুরুতর আরও কয়েকজন শিশুর সন্ধান পায় তারা।

পরে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে দ্রুত অসুস্থ শিশুদের হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে আসা হয়। 

উদ্ধারকৃত শিশুরা হচ্ছে, প্রতিল ত্রিপুরা (৫), রোকেন্দ্র ত্রিপুরা (৬), রোকেদ্র ত্রিপুরা (৮), নহেন্দ্র ত্রিপুরা (১০) ও দিপায়ন ত্রিপুরা (১৩)।