ছিন্নমূল মানুষদের প্রতিদিন খাবার দেবে ডিএমপি

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম

প্রতিদিন আড়াই হাজার ছিন্নমূল শিশু ও অসহায় (দুঃস্থ) মানুষকে খাবার সরবরাহ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (২৯ মার্চ) থেকে রাজধানীর ৫০টি থানায় ছিন্নমূল মানুষদের এক বেলা করে খাবার সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘২৯ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে এই খাবার পৌঁছে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার সারা দেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সেইদিন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে ছিন্নমূলদের মধ্যে এভাবে খাবার সরবরাহ করা হবে।’