ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ডিএসই পরিচালকসহ চার আসামিকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আদালতফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন ও  কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ চার আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাফটকে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) এক ভার্চুয়াল শুনানি শেষে  ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন—রাষ্ট্রচিন্তার ঢাকার সমন্বয়ক দিদারুল ভুইয়া এবং ব্যবসায়ী মুশতাক আহমেদ।

এ দিন রমনা থানার মামলায় তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে সাত কার্যদিবসের মধ্যে দুই দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এ সময় আসামিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেরানীগঞ্জ কারাগার থেকে ভার্চুয়াল আদালতে উপস্থিত দেখানো হয়।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন এসব তথ্য জানান।

গত ৬ ও ৭ মে মিনহাজ মান্নান, কিশোর, দিদার ও মুশতাককে গ্রেফতার করা হয়। এরপর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে ৫ মে র‍্যাব-৩ সিপিসি-১ এর ওয়ারেন্ট অফিসার মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে ১১ জনের নামে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।