করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ভোলার জেলা জজ

received_568779677137978করোনায় আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার (১ জুলাই) ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় বলে জানান আইন মন্ত্রণালয় তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম। এর আগে গত ৩০ জুন মাহমুদুল হকের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় আজ তাকে রিলিজ দেওয়া হয়।

ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ভোলায় বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গত ২১ জুন শ্বাসকষ্ট বাড়ায় আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড সেন্টারে ভর্তি করা হয়।

এরপর মন্ত্রীর নির্দেশে আইন সচিব গোলাম সারওয়ার ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব বিকাশ কুমার সাহা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ নিচ্ছিলেন। তারা মন্ত্রীকে রেজাউল করিমের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত অবহিত করতেন।

ভোলার জেলা জজ সুস্থ হয়ে বাড়ি ফেরায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তার মতো করোনাভাইরাসে আক্রান্ত অন্য সব বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা যাতে ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। তারা সুস্থ হয়ে আবারও নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন বলে আশা রাখি।’

ইউনিভার্সেল হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডা.মোহাম্মদ আব্দুল হান্নান, ডা. মেহেদী হাসান এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. গৌতম সেনের তত্ত্বাবধানে ভোলার জেলা জজ চিকিৎসাধীন ছিলেন। বাসায় ফিরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকবেন।