৯৯৯-এ ফোন, ঠাকুরগাঁও থেকে অপহৃত ব্যবসায়ী যমুনা সেতু থেকে উদ্ধার

জরুরি সেবা ৯৯৯

৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঠাকুরগাঁও থেকে অপহৃত ব্যবসায়ীকে বঙ্গবন্ধু যমুনা সেতুর টোল প্লাজা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) দুপুরে জাতীয় জরুরি সেবা থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়,  শনিবার (৪ জুলাই) রাত সোয়া ১২টার দিকে  জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলার ঠাকুরগাঁও সদর থেকে ফোন করে জানান, তার ভাই জুয়েল রানাকে কিছু লোক অপহরণ করেছে। তাকে দিনাজপুরের  গোলাগাড়ি নামক স্থানে নিয়ে যাওয়া হয়েছে। অপহরণকারীরা ১৫ লাখ টাকা মুক্তিপণও দাবি করেছে।  টাকা না দিলে তার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে। ভাইকে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

ফোন পেয়ে ওই ব্যক্তির সঙ্গে দিনাজপুরের কোতোয়ালি থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন। থানা পুলিশ বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে তদন্তে নামে। তারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে অপহরণকারীরা বঙ্গবন্ধু যমুনা সেতুর দিকে অগ্রসর হচ্ছিল। তখন বিষয়টি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাকে জানানো হয়। এরপর পুলিশ রাত ১টা থেকে সেতুর পশ্চিম পাশে চেক পোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি তল্লাশি করতে থাকে। পরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এস আই জহুরুল ভোরে জানান, সেতুর পশ্চিম পাশে চেক পোস্টে মাইক্রোবাস আটক করা হয়েছে। সেখান থেকে অপহৃত ব্যবসায়ী জুয়েল রানাকে উদ্ধার করা হয়। মাইক্রোবাসের ড্রাইভারসহ সাত অপহরণ কারীকে আটক করা হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা  হয়েছে।