নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যা

nonameরাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যার কথা আদালতে স্বীকার করেছে ছেলে জুয়েল। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছুরিকাঘাতে মা ইয়াসমিন আক্তারকে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এই জবানবন্দি গ্রহণ করেন। এরপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখা এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আসামি জুয়েল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। জবানবন্দি গ্রহণের আবেদন করে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. জোবায়ের। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে রাজধানী কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকার একটি বাসায় এই হত্যার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছুরি ও বঁটি উদ্ধার করে। ওই ঘটনায় কামরাঙ্গীরচর থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়।