রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১

লাশ

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাস কাউন্টারের সুপার ভাইজার নিহত হয়েছেন। তার নাম আক্তার হোসেন সিকদার (৫০)। তিনি যাতায়াত পরিবহনের বাস কাউন্টারের সুপারভাইজার ছিলেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ঘটনাটি ঘটে।

আক্তার হোসেনের ভাতিজা রাকিব সিকদার জানান, বাসা থেকে সায়েদাবাদে কাউন্টারের উদ্দেশে ভোরে ফজরের আজানের আগে বের হয়েছিলেন তার চাচা। সায়েদাবাদের লিচু বাগান মসজিদের পাশে একটি গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন তাদের সংবাদ দেয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, তার চাচা ভোরে টাকা নিয়ে বাস কাউন্টারের যান। আর যাওয়ার পথেই ঘটনা শিকার। তার কাছে টাকার ব্যাগ, মানিব্যাগ কিছুই পাইনি। তাদের ধারণা ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে তার কাছে থাকা টাকা নিয়ে গেছে। তার কাছে আনুমানিক ২০/৩০ হাজার টাকা ছিল। 
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রয়েছে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। 
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি। এটা ছিনতাইয়ের ঘটনা, না পূর্ব শত্রুতার কারণে ঘটেছে। আশপাশে সিসি ক্যামেরা রয়েছে, আমরা দেখছি। আশা করি শিগগিরই দোষীদের বের করা যাবে।’