নারী পাচারে জড়িত অভিযোগে আরও ৫ জন গ্রেফতার

গ্রেফাতার ৫ জনসীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর আগে এই চক্রের আরও চার জনকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার এ কথা জানান।

গ্রেফতাকৃতরা হলো, শাহীন, রফিকুল ইসলাম, বিপ্লব ঘোষ, আক্তারুল ও বাবলু। তাদের যশোরের বিভিন্ন এলাকা গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার শাহীন পেশায় গাড়িচালক। সে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে পাচারের জন্য নারীদের গাড়িতে করে এনে রাখতো যশোরের সীমান্ত এলাকায় রফিকুলের বাড়িতে। রফিকুলের সহযোগী বিপ্লব ও বাবলু সীমান্ত দিয়ে নৌকা করে পার করার কাজ করতো।

নারী পাচারের ঘটনায় ২০১৯ সালের ২৬ নভেম্বর রাজধানীর সবুজবাগ থানায় একটি মামলা করে এক ভুক্তভোগীর পরিবার। এ মামলায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।