অসুস্থ রংপুর মেডিক্যালের প্রিন্সিপাল হেলিকপ্টারে ঢাকায়

IMG-20201010-WA0009করোনাভাইরাসে আক্রান্ত রংপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. একেএম নুরুন্নবীকে শনিবার (১০ অক্টোবর) ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে করে রংপুর থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে করে শনিবার বিকালে রংপুর থেকে ঢাকায় আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

করোনায় সংকট মোকাবিলায় জরুরি সহায়তা দিয়ে আসছে সশস্ত্র বাহিনীর ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিমান বাহিনীর জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (মেডিভ্যাক) সেবা। তারই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় এই মেডিক্যাল ইভাকোয়েশন (মেডিভ্যাক) মিশন পরিচালনা করা হয়।