অ্যাডকমের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা

ভ্যাট গোয়েন্দা



বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমের বিরুদ্ধে ৫ কোটি ৭৬ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা হয়েছে। ভ্যাট গোয়েন্দার তদন্তে ফাঁকির বিষয়টি ধরা পড়ে। 

অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দেয়নি। দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। 


হিসাব অনুসারে সেবা বিক্রির বিপরীতে বিজ্ঞাপন বাবদ প্রতিষ্ঠানটি ভ্যাট ফাঁকি দিয়েছে ২ কোটি ৩৩ লাখ টাকার। আর স্থাপনার ভাড়ার ওপর ভ্যাট পরিহার করা হয়েছে ১ লাখ ১১ হাজার টাকার। একইসঙ্গে উৎসে কর্তনযোগ্য ভ্যাট ফাঁকি হয়েছে ৪১ লাখ ৫০ হাজার টাকা। বিভিন্ন খাতে অ্যাডকম মোট ভ্যাট ফাঁকি দিয়েছে ২ কোটি ৯৬ লাখ টাকা। 
ভ্যাট আইন অনুযায়ী সময়মতো ভ্যাট পরিশোধ না করায় মাসিক ২ শতাংশ হারে সুদ হিসাবে আদায়যোগ্য ২ কোটি ৮১ লাখ টাকা। বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে সর্বমোট ৫ কোটি ৭৬ লাখ টাকা ফাঁকির অভিযোগ আনা হয়েছে। 
ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক খাজাহ আহমেদ তালুকদারের নেতৃত্বে তেজগাঁওয়ের প্রতিষ্ঠান প্রাঙ্গণে গত বছর ১৪ এপ্রিল অভিযান পরিচালনা করা হয়। এই তদন্তে প্রতিষ্ঠানের ব্যবসায়ীক কার্যক্রম ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ পর্যন্ত পাঁচ বছরের হিসাব আমলে নেওয়া হয়েছে।  
মামলাটি নিষ্পত্তির জন্যে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ঝুঁকিপূর্ণ ব্যবসা হিসেবে চিহ্নিত করে কঠোর নজরদারিতে আনার জন্য অনুরোধ করা হয়েছে।