ব্যবসায়ীর কাছ থেকে ৪২ লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দর



চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমানবন্দরে দুবাইগামী এক ব্যবসায়ীর শরীরে লুকানো থাকা প্রায়া ৪২ লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম বিমানবন্দরে ওই ব্যবসায়ীর শরীর তল্লাশি করে এসব মুদ্রা উদ্ধার করা হয়। চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস সূত্র এই তথ্য জানা গেছে। 

নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার গার্মেন্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম মঙ্গলবার ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটে করে রাত ৮টায় দুবাই যাচ্ছিলেন। আউটগোয়িং এলাকায় যাত্রীদের ওপর নজরদারির অংশ হিসেবে স্ক্যানিং মেশিনের সামনে ব্যবসায়ী রাকিবুল ইসলামের ব্লেজার, প্যান্টের পকেট ও হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়।

এসময় তার কাছে  ১০০ ডলারের ৩৩৯টি নোট ও ৪২টি দিরহাম পাওয়া যা। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪২ লাখর সমান। পরে রাতে পতেঙ্গা মডেল থানায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করা হয়েছে।