হলমার্কের ৩ হাজার ৮৩৪ শতক জমির মালিকানা সোনালী ব্যাংককে দেওয়ার নির্দেশ

হলমার্ক গ্রুপ

হলমার্ক ফ্যাশন লিমিটেডের ঢাকার সাভারে থাকা তিন হাজার ৮৩৪ শতক জমির ভোগ ও দখলের মালিকানা সোনালী ব্যাংক লিমিটেডকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২২ নভেম্বর) ঢাকার অর্থ ঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।

সোনালী ব্যাংকের পেনাল আইনজীবী জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হলমার্ক ফ্যাশন লিমিটেডের এমডি ও চেয়ারম্যান সোনালী ব্যাংকে সম্পত্তি বন্ধক দেওয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। তারা ঋণের টাকা পরিশোধ না করায় আমরা ২০১৮ সালের ১ জানুয়ারি আদালতে মামলা করি। ২০১৯ সালের ১৩ নভেম্বর হলমার্ক ফ্যাশন লিমিটেডের ৩ হাজার ৮৩৪ শতক জমির ক্রোক করার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার আদালত হলমার্কের জমির ভোগ ও দখলের মালিকানার সনদ সোনালী ব্যাংকে প্রদান করেন।