মর্গে মৃত নারী ধর্ষণ: মুন্না ভগত রিমান্ডে

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মৃত নারীদের ধর্ষণ করার অভিযোগে দুই মামলায় মুন্না ভগতের দুদিন করে মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৬ জানুয়ারি) তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল সোমবার (২৫ জানুয়ারি) তেজগাঁও থানার এসআই মোহাম্মদ শাহরিয়ার আলম আসামি মুন্না ভগতকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই মামলায় আসামি মুন্নার ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে দুই মামলায় দুইদিন করে মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন:
মৃত নারীদের ধর্ষণ করতো ছেলেটি!

ছয় মৃত নারীর ‘ধর্ষক’ মুন্নাকে যেভাবে শনাক্ত করলো সিআইডি

মৃত নারীদের ধর্ষণ: মুন্না ভগতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মৃত নারীর ‘ধর্ষক’ মুন্নাদের চিকিৎসা নেই!

লাশকাটা ঘরেও নারী নিরাপদ নয়?


এর আগে ২০ নভেম্বর সিআইডির করা মামলায় আসামি মুন্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ১০ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই মো. আল আমিন বাদী হয়ে একটি মামলা করেন। এরপর ২৫ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই সনজিৎ কুমার ঘোষ বাদী মুন্নার বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

জানা যায়, মুন্না ভগত সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতো। দুই-তিন বছর ধরে সে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। সম্প্রতি এ রকম একটি অভিযোগ পেয়ে মুন্নার বিষয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় মুন্নাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না মৃত নারীদের ধর্ষণের কথা স্বীকার করেছে।