ঘুরতে আসা লোকদের হয়রানি: হাতিরঝিলে ১৬ কিশোর আটক

ফেসবুকে একজন নাগরিকের অনুরোধের পর রাজধানীর হাতিরঝিল থেকে ১৬ কিশোরকে আটক করেছে পুলিশ। এসব কিশোররা পথচারীদের উত্যক্ত করতো বলে দাবি করেছে পুলিশ সদর দফতর। বুধবার (২৭ জানুয়ারি) পুলিশ সদর দফতরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা কিশোরদের আটকের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেইজে একজন জানান, রাজধানীর হাতিরঝিল এলাকায় অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন।

হাতিরঝিল এলাকায় অবসর কাটাতে বা বেড়াতে আসা মানুষের নিরাপত্তা প্রদানের জন্য পুলিশের প্রয়োজনীয় আয়োজন থাকা সত্ত্বেও বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়।

হা‌তির‌ঝিল থানার তাৎক্ষণিক উদ্যোগ ও তৎপরতায় গতকাল মঙ্গলবার রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকায় বেড়াতে আসা লোকজনকে উত্যক্ত করার অভিযোগে ১৬ জন কিশোরকে আটক করা হয়। পরে, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোনও মামলা মুলতবি না পাওয়ায় তাদের পিতা-মাতার জিম্মায় দেওয়া হয়।

হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদনকালীন সময় স্বস্তিদায়ক করার লক্ষ্যে আজ থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে। এর ফলে এখানে বেড়াতে আসা মানুষের অবসর উদযাপন আরও নিরাপদ হবে।
/এআরআর/এমআর/