শাহজালালে ৭০০ গ্রাম স্বর্ণসহ আটক ১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬৯ গ্রাম সোনার বার, অলংকার, মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বিভিন্ন দেশ হতে আসা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এসব জিনিসপত্র আনা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) চোরাচালানে সম্পৃক্ত আশিকুল ইসলামের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামালা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর আগমনী টার্মিনালের আউট গেইটের পাশের কার পার্কিংয়ের পশ্চিম পাশে কাঠ বাদাম গাছের নিচে ছিলেন আশিকুল ইসলাম। গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করে আর্মড পুলিশ সদস্যরা। তাকে আর্মড পুলিশের অফিসে আনা হয়। পরবর্তীতে আশিকুল ইসলামের সঙ্গে থাকা একটি কালো রংয়ের ব্যাগ তল্লাশি করা হয়। আশিকুল ইসলামের সঙ্গে থাকা ল্যাপটপ ব্যাগে সোনার বার, অলংকার, ২টি ল্যাপটপ, আইফোন সেট, এমআই ফোন পাওয়া যায়। এরমধ্যে ১১৬ গ্রাম ওজনের ৪টি সোনার বার, যার মোট ওজন ৪৬৪ গ্রাম। সোনার অলংকারের ওজন ৩০৫ গ্রাম। একটি ১২৮ জিবি আইফোন ১২, দুটি এইচপি ল্যাপটপ, ব্যবহৃত ১টি এমআই এ১ ফোনসেট, ব্যবহৃত নকিয়া ফোন ও সিম কার্ড পাওয়া যায়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ৫০ লাখ টাকারও বেশি মূল্যের মালামাল থাকলেও কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আশিকুল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামালা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।