১০ বছর ধরে পলাতক দুই জেএমবি সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা চার্জশিটভুক্ত পলাতক আসামি। তারা হলো আ. করিম আনোয়ার (৪৯) ও নুর ইসলাম ওরফে নুরনবী ওরফে লিটন (৩৫)।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড আ্যওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম কোতয়ালী থানা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার আসলাম খান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১০ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ২১শে জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

এসপি আসলাম খান আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘ দশ বছর ধরে পলাতক ছিলেন। চার্জশিট হওয়ার পর থেকে তারা নিজেদের এলাকা ছেড়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপন করছিল। তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।