বাবাকে মারধর করায় মাদকাসক্ত বড় ভাইকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা

রাজধানীর বাড্ডায় ছোট দুই ভাইয়ের পিটুনিতে মাদকাসক্ত বড় ভাই সৈয়দ আব্দুল আলাকে (৪৭) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার দুই ছোট ভাই সৈয়দ আলী (৩৮) ও সৈয়দ মুসা মনিক (৩৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিরা জানায়, বাবাকে মারধর করায় মাদকাসক্ত বড় ভাইকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তারা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা তাদের দুজনকে আদালতে হাজির করেন। এই সময় তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি সৈয়দ আলী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে ও আসামি সৈয়দ মুসা মনির ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে জবানবন্দি দেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এই ঘটনা ঘটে। মাদকের টাকা না পেয়ে মাদকাসক্ত সৈয়দ আব্দুল আলা তার বাবা সৈয়দ আব্দুস ছালামকে (৯০) মারধর করেন। এতে তার ছোট অন্য দুই ভাই ক্ষিপ্ত হয়ে হাত-পা বেঁধে আলাকে পিটিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।