বিএনপি-পুলিশ সংঘর্ষে ঢামেকে অন্তত ৪৫ জন

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সদস্য, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৪৫ জন আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সদস্যসহ আহত বেশ কয়েকজন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য মুকিমকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মোস্তফা (৪৭), রায়হান (২৫), সাঈদ (৩৩), হেনা আক্তার (৩০), দ্বীন ইসলাম (৩০), সুমাইয়া (২৯), সোহেল (৩০), হাসিনা (২৫), আসলাম (৩২), বাবু (২৯), রাখাল চন্দ্র ভৌমিক (৩৫), জাহিদ জামান (৩৪), শামীমা (২১), শাহজাহান (৩০), সাবিনা (৩০), ফারুক (৩০), আলামিন (৩০), জুয়েল (৩২), কামাল (২২), মিঠু (৩০), হুমায়ূন আহমেদ (৩৪), সোহেল সরকার (৩২), রুবেল আহমেদ (২৬), জসিম (২৮), সজীব (২২), নিখিল (২৮), রাব্বি (২৭) সহ ৪০ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

বিএনপি নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ নিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ঢামেক হাসপাতালে আসেন।