যুবদলের সাবেক সভাপতি মজনু রিমান্ড শেষে কারাগারে

রাজধানীতে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত এ নির্দেশ দেন।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক গোলাম হোসেন আসামি রফিকুল আলম মজনুকে আদালতে হাজির করেন। এরপর তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এর আদালত রফিকুল আলম মজনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য,গত ২৮ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীতে একটি সমাবেশ করেন। এরপর নেতাকর্মীদের সড়ক থেকে সরাতে একদিকে অ্যাকশনে নামে পুলিশ, অন্যদিকে ইট-পাটকেল ছুড়ে ও বাঁশ দিয়ে পুলিশের ওপর হামলা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের ওপর হামলা, হত্যাচেষ্টা ও ভাঙচুর চালানোর অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। ওই দিন (২৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করে। মামলায় ৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।