প্রবাসীর কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, মডেল রোমানা রিমান্ডে

সৌদি প্রবাসী এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় অভিনেত্রী ও মডেল রোমানা ইসলাম স্বর্ণার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর মো. দুলাল হোসেন আসামিকে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রোমানার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে রোমানাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, রোমানা বিয়ের কথা বলে প্রতারণার মাধ্যমে ওই প্রবাসীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন।   এই অভিযোগ এনে ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন রোমানা। ওই প্রবাসী জানান, তার সঙ্গে স্বর্ণার পরিচয় হয় ফেসবুকে। ওই প্রবাসীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে।