৩ কেজি সোনা এনে ধরা সৌদি প্রবাসী

অবৈধভাবে সোনা এনে আটক হয়েছেন নোয়াখালীর জয়নাল আবেদিন নামের এক সৌদি প্রবাসী। বিমানবন্দরে তার ব্যাগেজ স্ক্যানিং করলে একটি চার্জার লাইট, খেলনা এবং ফ্লাক্সের ভেতর থেকে দুই কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করে কাস্টমসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা। শনিবার (১ মে) সৌদি থেকে ফেরেন জয়নাল। এ ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ টিম) মোহাম্মদ আব্দুস সাদেক।

মোহাম্মদ আব্দুস সাদেক জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। দুপুর দেড়টার দিকে সৌদি আরব থেকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে আসেন যাত্রী জয়নাল আবেদিন।

গ্রিন চ্যানেল অতিক্রমের সময় নিজের সঙ্গে কোনও সোনার বার বা অলঙ্কার নেই বলে জানান। পরে তার ব্যাগেজ স্ক্যানিং করলে একটি চার্জার লাইট, খেলনা এবং ফ্লাক্সের ভেতর থেকে দুই কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার হয়। জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম জয়নাল আবেদিন এবং বাড়ি নোয়াখালী জেলায়। এরআগে একই দিনেই সৌদি আরব থেকে আসা আরেকটি ফ্লাইটে তিন কেজি ৪০০ গ্রাম সোনাসহ একজন প্রবাসীকে আটক করা হয়। তাকে সহায়তাকারী এয়ারলাইন্স কর্মীকেও আটক করে ঢাকা কাস্টম হাউস।