হাইকোর্টের একটি বেঞ্চ পুনর্গঠন

চলমান লকডাউনের মধ্যে সাতটি ভার্চ্যুয়াল বেঞ্চের মধ্যে একটির পুনর্গঠন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন বেঞ্চটিতে বিচারপতি মোস্তফা জামান ইসলামের সঙ্গে বিচারপতি মো. ইকবাল কবির বিচারকার্য পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তবে এর আগে, বিচারপতি মোস্তফা জামান ইসলামের সঙ্গে বিচারপতি মো. সোহরাওয়ারদী দায়িত্ব পালন করেছিলেন।

গত ২৯ এপ্রিল সাতটি দ্বৈত বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। সেসব বেঞ্চের দায়িত্বরতরা হলেন- বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিন এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

প্রসঙ্গত, চলমান লকডাউনের মধ্যে সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। তবে বিচারপ্রার্থী ও আইনজীবীদের আর্থিক সংকটের কথা ভেবে ভার্চ্যুয়াল আদালতের সংখ্যা বাড়াতে বারবার আবেদন জানিয়ে আসছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ও এর সদস্যরা।