আইআইইউসি’র তিন শিক্ষকের জামিন আপিলে বহাল

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) তিন শিক্ষককে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ওই তিন শিক্ষককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা। তিন শিক্ষক হলেন, ড. মাহবুব রহমান, কাওসার আহেমেদ ও নিজাম উদ্দিন।

বৃহস্পতিবার (৬ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। 

এর আগে বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রকে মারধরের অভিযোগের ঘটনায় ২০২০ সালের ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সম্পাদক কামাল উদ্দিন বাদী হয়ে একই বছরের ১০ ফেব্রুয়ারি সীতাকুণ্ড থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করেন। 

মামলায় অভিযোগ করা হয়, ওই তিন শিক্ষকের প্ররোচনায় ইসলামী ছাত্রশিবিরের ক্যাডাররা হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। ওই তিন শিক্ষক জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। 

পরে ওই মামলায় ২০২০ সালের ২০ সেপ্টেম্বর তিন শিক্ষককে জামিন দেন হাইকোর্ট। পরে তারা কারামুক্তি পান। এরপর তাদের জামিন বাতিল করে আত্মসমর্পনের নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। তবে শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনটি খারিজের আদেশ দেন।