কুখ্যাত সন্ত্রাসী গালকাটা রাজন ও চায়না বাবুল গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাবের বিশেষ অভিযানে স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজন ওরফে গালকাটা রাজন ও বাবুল ওরফে চায়না বাবুলকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ মে) রাতে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব ১০ এর উপ-অধিনায়ক শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তাদের থেকে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ, নগদ ১০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায়, রাজন ওরফে গালকাটা রাজন রাজধানীর ডিএমপি’র থানা এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। সে কদমতলী থানা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও মাদকের রাজত্ব কায়েম করে আসছিল। তার বিরুদ্ধে কদমতলী থানায় ১২ টি মাদকের মামলা রয়েছে। অপরদিকে বাবুল ওরফে চায়না বাবুল (৩৮) ডিএমপি’র যাত্রাবাড়ী থানা এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন সময় যাত্রাবাড়ী ও কদমতলী থানায় ১০টি মাদকের মামলা রয়েছে।