নীলক্ষেতে জাল সনদসহ গ্রেফতার ২

রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকা থেকে জাল সনদ ও জাল সনদ তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার (৯ মে) বিকাল সাড়ে ৫টার দিকে  নীলক্ষেত-বাকুশাহ মার্কেটের ৪ নম্বর গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চক্রটি বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরি করে সরবরাহ করতো।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো— মো. মহসিন প্রধান (৪২) ও মো. জুয়েল রানা (২৮)।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫২টি ভুয়া সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, দুইটি  প্রিন্টার, একটি মাউস, একটি কি-বোর্ড, একটি কম্পিউটারের পাওয়ার ক্যাবল, দুইটি প্রিন্টারের কালি  ও একটি হার্ডডিক্স জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। টাকার বিনিময়ে তারা বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশংসা পত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদ তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।