হেফাজত নেতা শাখাওয়াত হোসাইন রিমান্ড শেষে কারাগারে

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলিুপ্ত কমিটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে  রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন  আদালত।

বুধবার (১২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন  শাখা (জিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করেন। একই সঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপেক্ষিতে বিচারক মুফতি শাখাওয়াতকে  কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত  ১৪ এপ্রিল সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিন জনকে গ্রেফতার করে।

সম্প্রতি রাজধানীতে আন্দোলনের নামে হেফাজত যে তাণ্ডব চালিয়েছে, সেসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার দেখানো হয়েছে।