সংসদ ভবনে হামলার পরিকল্পনা, দুই জঙ্গি ফের রিমান্ডে

জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনায় জড়িত থাকার মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যের ফের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার আসামিরা হলো— আলী হাসান উসামা ও আল আমিন।

বুধবার (১২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত রিমান্ডের এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন  শাখা  (জিআর) থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আবারও দুই জনের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৬ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত আসামি আলী হাসান উসামা ও আল আমিনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৫ মে সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থেকে প্রথমে আল আমিনকে গ্রেফতার করা হয়। পরে  হামলা প্ররোচনায় উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ি থেকে গত ৬ মে ভোরে গ্রেফতার করে পুলিশ।