একশ’ বছর পুরনো ম্যাগনেটিক পিলারসহ গ্রেফতার ১

প্রায় একশ’ বছর পুরনো একটি ম্যাগনেটিক পিলারসহ বরগুনার পাথরঘাটা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ মে) বিকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (২৪ মে) মধ্যরাতে বাংলাদেশ পাথরঘাটারম ৫ নম্বর ওয়ার্ড বড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে ম্যাগনেটিক পিলারসহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. আবুল কালাম (৪০)।

অভিযানে নেতৃত্ব দেওয়া কোস্টগার্ড কর্মকর্তা লে. ক. শাহরিয়ার জানান, পাচারকারী মো. আবুল কালাম বরগুনা জেলার পাথরঘাটার বড়ইতলা গ্রামের বাসিন্দা নুর মিয়া বয়াতির ছেলে। তাকে গ্রেফতারের পর ম্যাগনেটিক পিলারসহ পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।