বিদেশে পাঠানোর নামে নারীদের যৌন কাজে বাধ্য করতো ওরা

রাজধানীর যাত্রাবাড়ীতে মানবপাচারের অভিযোগে পাচারকারীচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান- র‌্যাব। এ সময় ভুক্তভোগী ৫ জনকে উদ্ধার করা হয়েছে। বিদেশে পাঠানোর নামে নারী ও শিশুদের যৌন পেশায় বাধ্য করতো এই চক্রের সদস্যরা।

বৃহস্পতিবার (৩ জুন) র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (২ জুন) র‌্যাব-১০ এর একটি  দল যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোডের চৌরাস্তা এলাকায় একটি অভিযান অভিযান চালিয়ে ৫ জন ভিকটিমকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো— ১. জাকির হোসেন (৩৮), ২. মো. আজিজুল (৪২) ও ৩. মো. সেলিম উদ্দিন (২৮)। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ১৩০ টাকা উদ্ধার কর হয়।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, ‘গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার নারী ও শিশু পাচারকারীচক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ পথে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে যৌন কাজে নিয়োজিত করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে।