চাঁদাবাজির মামলায় সাবেক এমপি আউয়াল রিমান্ড শেষে কারাগারে

পল্লবী থানায় দায়ের করা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এমএ আউয়ালকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় কুমার আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করেন।এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন (৩৪) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার ছয় বছর বয়সী ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল। পরে এ হত্যাকাণ্ডের নেপথ্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এমএ আউয়ালের নাম উঠে আসে। নিহতের মা আকলিমা বেগম পল্লবী থানায় সাবেক এমপি আউয়ালকে প্রধানসহ মোট ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আকলিমা বেগমের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে সাহিনুদ্দিনকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা: আরও ২ জনের স্বীকারোক্তি

মামলার এজাহারে আকলিমা বেগম উল্লেখ করেন, গত ১৬ মে বিকালে সুমন ও টিটু নামে দুই যুবক সাহিনুদ্দিনকে জমির বিরোধ মেটানো হবে উল্লেখ করে ফোন দিয়ে ডেকে নেন। সাহিনুদ্দিন মোটরসাইকেলে পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে পৌঁছালে সুমন ও টিটুসহ ১৪/১৫ জন তাকে টেনেহিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে নিয়ে যায়। এ সময় সাহিনুদ্দিনের ছয় বছরের ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল। গ্যারেজে ঢুকিয়ে তাকে সন্ত্রাসীরা চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর তাকে ওই বাড়ি থেকে বের করে ৩৬ নম্বর বাড়ির সামনে নিয়ে ফের কুপিয়ে সেখানে ফেলে রেখে চলে যায়। ছেলের সামনেই নৃশংসভাবে খুন হন সাহিনুদ্দিন।

আকলিমা বেগমের অভিযোগ, পল্লবীর সেকশন-১২ বুড়িরটেকে আলীনগর আবাসিক এলাকার হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপার লিমিটেডের এমডি এমএ আউয়ালের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাড়া করা স্থানীয় সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। আনুমানিক পাঁচ কোটি টাকা মূল্যের ১০ একর জমি জবরদখলে বাধা দেওয়ায় খুন হতে হয় তাকে।

সাহিনুদ্দিন হত্যা মামলা: নেপথ্যে সাবেক এমপি আউয়াল?

ঘটনার চারদিনের মাথায় ২০ মে কিশোরগঞ্জের ভৈরব থেকে এমপি এমএ আউয়ালকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে ওই হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে গত ২৬ মে তাকে কারাগারে পাঠানো হয়।

গত মাসেই ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে এমপি আউয়ালের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। এরপর তাকে চাঁদাবাজির ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক ওই মামলায় আউয়ালের দুই দিনের রিমান্ডের রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সেই রিমান্ড শেষে সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠালো আদালত।

আরও পড়ুন-
সাবেক এমপি আউয়াল ৪ দিনের রিমান্ডে